বাউফলে একশত টাকার জন্য হত্যা করা হয় ছাত্রলীগ নেতা শুভঙ্করকে

বাউফলে একশত টাকার জন্য হত্যা করা হয় ছাত্রলীগ নেতা শুভঙ্করকে

মোঃ দেলোয়ার হোসেন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি শুভঙ্কর হত্যার মূল হোতাকে গ্রেফতার করা করেছে । গত বৃহস্পতিবার দিন উপজেলার আদাবাড়িয়া ইউপির মিলঘর এলাকা থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভঙ্করের বন্ধু সাইফুল ইসলাম(২১) কে গ্রেফতার করে বাউফল থানা পুলিশ। এরপর সাইফুলকে জিজ্ঞাসাবাদ করলে এ ঘটনার সাথে তাঁর সম্পৃক্ততার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৬শে জুন বাউফল উপজেলার আদাবাড়িয়া এলাকার গোলাবাড়ীর খাল থেকে নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শুভঙ্কর হাওলাদারে নামে এক তরুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মৃত শুভঙ্কর হাওলাদারের বাবা সত্য রঞ্জন হাওলাদার বাউফল থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
বাউফল থানা পুলিশ জানিয়েছে, মাত্র ১শ টাকা নিয়ে মারামারির জেরের কারনেই পরিকল্পিতভাবে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা শুভঙ্করকে। সাইফুল পেশায় রং মিস্ত্রী ও শুভঙ্করের বাল্যবন্ধু। বেশ কয়েক দিন আগে সাইফুল শুভঙ্করের কাছ থেকে ১শ টাকা ধার নেয়। চলতি মাসের ২২তারিখ শুভঙ্কর সাইফুলের কাছে ওই টাকা ফেরৎ চায়। এ নিয়ে সাইফুলের সাথে কথাকাটাকাটি হলে সাইফুলকে মারধর করে শুভঙ্কর। এই মারধরের কারনে শুভঙ্করকে হত্যার পরিকল্পনা করে সাইফুল। এরপর ২৪জুন দুপুরে সাইফুল তাঁর বাবার মুঠো ফোন থেকে শুভঙ্করকে ফোন দিয়ে সোলাবুনিয়া বাজারে দেখা করতে বলে। ওই দিন সন্ধ্যায় সাইফুলের সাথে সোলাবুনিয়া বাজারে দেখা করে শুভঙ্কর। এরপর সেখানে একটি চায়ের দোকোনে চা সিগারেট পান করে শুভঙ্করকে নিয়ে গোলাবাড়ি বাজারে যায় সাইফুল। এরপর গাঁজা খাওয়ার কথা বলে শুভঙ্করকে গোলাবাড়ির খালের পাশে নিয়ে যায়। এসময়ে প্রকৃতির ডাকে শুভঙ্কর জঙ্গলের মধ্যে প্রবেশ করলে সাইফুল পিছন দিক থেকে লাঠি দিয়ে শুভঙ্করের মাথায় আঘাত করে। আঘাত পেয়ে শুভঙ্কর উপুর হয়ে পড়লে সাইফুল তাঁর সাথে থাকা রুমাল দিয়ে শুভঙ্করের গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে। এরপর শুভঙ্করের কোমরে থাকা বেল্ট ধরে টেনে নিয়ে গোলাবাড়ির খালে ফেলে দিয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে সাইফুল।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, হত্যাকান্ডের ৩৬ঘন্টার মধ্যেই চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের মূল হোতাকে গ্রেফতার করা হয়েছে। এই হত্যাকান্ডে ব্যবহৃত জিনিসপত্র উদ্ধার করা হয়েছে এবং আসামী সাইফুলকে আদালতে প্রেরন করা হবে।